ফলাফল

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল মাস্টার্স রেজাল্ট ২০২৩

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল মাস্টার্স রেজাল্ট ২০২৩ (Islamic Arabic University Kamil Result 2023) প্রকাশিত হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ আজ সকাল ১১টায় কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৮ ( শিক্ষাবর্ষ ২০১৭-১৮), ২০১৯ (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) এবং ২০২০ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) এর ফলাফল ঘোষণা করেন।

তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উজ্জ¦ল করার জন্য আহ্বান জানান। সকালে কামিল (মাস্টার্স) পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক জনাব এ, কে, এম, আক্তারুজ্জামান মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের হাতে অনুষ্ঠানিক ভাবে তুলে দেন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার জনাব জাকির হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা) জনাব মোঃ জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশের কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষা-২০১৮ (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) ৬০৮ জন, ২০১৯ (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) ৫২৭ জন এবং ২০২০ (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ৪৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৪ জন, পাশের হার ৮৭.৮৩%, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৯ জন, পাশের হার ৮৫.২০% এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪০৭ জন যেখানে পাশের হার ৮৩.২৩%। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.iau.edu.bd) পাওয়া যাবে।

5/5 - (2 votes)

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page