
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৪ (Cadet college admission syllabus 2024 PDF)এখনো প্রকাশিত হয়নি। তবে গতবারের বিজ্ঞপ্তির সঙ্গে নতুন বিজ্ঞপ্তির কিছু তথ্য ছাড়া বাকি প্রায় সব তথ্যই হুবহু একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে।
অনলাইনে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করার পর প্রথমে লিখিত পরীক্ষা হবে ৩০০ নম্বরে। এর পর মৌখিক পরীক্ষা (ভাইভা) ও স্বাস্থ্য পরীক্ষা। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে (https://cadetcollegeadmission.army.mil.bd) আবেদন প্রক্রিয়া চলতে পারে নভেম্বর-ডিসেম্বরে।
এক নজরে :
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা পদ্ধতি
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে –
- লিখিত পরীক্ষা
- মৌখিক পরীক্ষা
- স্বাস্থ্য পরীক্ষা।
লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর মোট ৩০০ নম্বরে।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার তারিখ
- লিখিত পরীক্ষা হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে (২০২৪) নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লিখত পরীক্ষার মোট নম্বর ৩০০।
- ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
আবেদনের যোগ্যতা
৬ষ্ঠ শ্রেণি পাস; বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস (১ জানুয়ারি ২০২৪ তারিখে); ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে)।
ক্যাডেট ভর্তি পরীক্ষার ধাপ
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে-
- লিখিত পরীক্ষা – ৩০০ নম্বর;
- মৌখিক পরীক্ষা – ৫০ নম্বর;
- স্বাস্থ্য পরীক্ষা।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার নাম্বার বণ্টন ২০২৪
বিষয় | নাম্বার |
ইংরেজি | ১০০ |
গণিত | ১০০ |
বাংলা | ৬০ |
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান | ৪০ |
সর্বমোট নাম্বার = | ৩০০ |
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২৪
ENGLISH – 100 Marks
1st Paper: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতৃক প্রকাশিত English For Today বইটি।
Grammar :
- Sentence.
- Parts of Speech.
- Gender.
- Number.
- Punctuation and use of capital letters.
- Tense.
- Subject and Predicate.
- Agreement of Subject and Verb.
- Transformation of sentences.
- Correct form of verbs
- Contractions.
- Re-arrange jumbled words to make sentences
- Spelling.
- Phrases and Idioms.
Open Ended :
• Paragraph writing.
• Story writing from given outline.
• Comprehension.
• Argumentative Essay.
গণিত – ১০০ নাম্বার
• স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।
• অনুপাত ও শতকরা।
• পূর্ণসংখ্যা।
• বীজগণিতীয় রাশি।
• সরল সমীকরণ।
• জ্যামিতির মৌলিক ধারণা।
• ব্যবহারিক জ্যামিতি।
•তথ্য ও উপাত্ত।
• বুদ্ধিমত্তা বিষয়ক অংক।
বাংলা – ৬০ নাম্বার
ব্যাকরণ
• ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ।
• শব্দ ও পদ পরিচয়ঃশব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
• লিঙ্গ।
• বচন।
• ক্রিয়ার কালঃ শ্রেণিবিভাগ ও প্রয়ােগ।
• কারক।
• বাগধারা।
• এক কথায় প্রকাশ।
• বিরাম চিহ্ন।
নির্মিতি/রচনারীতি
• ভাব-সম্প্রসারণ।
• অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।
• অনুধাবন।
• সারাংশ ও সারমর্ম।নিচের লিংক থেকে ডাউনলোড করো!
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান – ৪০ নাম্বার
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।
- বিশ্ব ও বাংলাদেশের ভৌগলিক বিষয়।
- বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
- বিশ্ব ও বাংলাদেশের চলতি ঘটনাবলি।
- বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ।
- বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
- খেলাধুলা।
- সাধারণ বিজ্ঞান।
- পরিবেশ ও দৈনন্দিন জীবন।
- তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৪ pdf
- ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৪ pdf download link (5 pages) : https://cadetcollege.army.mil.bd/media/attachments/Syllabus%20for%20Written%20Exam%20of%20Class%207%20Admission%20Test/Syllabus_for_Cadet_Admission_Exam-2023.pdf
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ pdf
- ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি 2024 pdf যথা সময়ে পাওয়া যাবে এই লিংকে : https://cadetcollege.army.mil.bd
ক্যাডেট কলেজের সিলেবাস (পুরনো) / Cadet college admission syllabus
