
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি-তে ভর্তির আবেদন কার্যক্রম চলছে। এ কার্যক্রম চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।
এমএস প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীর স্নাতক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ বা দ্বিতীয় বিভাগ থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামে কেবল কর্মজীবি প্রার্থীরা আবেদন করতে পারবে। এ ছাড়াও স্নাতকোত্তরে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এর সঙ্গে গবেষণার ওপর একটি প্রকাশনাও থাকতে হবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১১ নভেম্বর। ক্লাশ শুরু হবে ২০ নভেম্বর।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.bsmrau.edu.bd ।