জেনে রাখুন

ব্যাংক ছুটির ক্যালেন্ডার ২০২৪ [Bank holiday calendar 2023]

ব্যাংক ছুটির ক্যালেন্ডার ২০২৪ : ২০২৪ সালের জন্য ব্যাংক খাতের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই তালিকায় দেখা গেছে, আসছে বছরে দেশের তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে।

রোববার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

 

ব্যাংক ছুটির ক্যালেন্ডার ২০২৪ : কোন কোন দিন বন্ধ

কেন্দ্রীয় ব্যাংকের তালিকা মতে, আগামী ২০২৪ সালে বিভিন্ন উৎসব ও দিবস উপলক্ষে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। সে হিসাবে নতুন বছরে মোট ২৪ দিন ব্যাংকে ছুটি থাকবে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালে ছুটির তালিকার মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ ফেব্রুয়ারি শব-ই-বরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শব-ই-কদর, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬, ১৭ ও ১৮ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন (শুভ বড়দিন) ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে। ধর্মীয় দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

5/5 - (4 votes)

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page