চাকরির খবর

৪২তম বিসিএস (বিশেষ) ফলাফল প্রকাশ

৪২তম বিসিএস (বিশেষ) ফলাফল (চূড়ান্ত) প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ক্যাডারের এই বিসিএসে উত্তীর্ণ হয়েছেন ৪,০০০ জন। তাদেরকে চিকিৎসক হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকালে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে। প্রথমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হলেও পরে বাড়িয়ে চার হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে। কিন্তু দেশজুড়ে ২৮ মে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ ভাইভা স্থগিত ছিল। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল, কিন্তু ২২ জুন এ ভাইভা আবারও করোনার কারণে স্থগিত করা হয়। পরে গত আগস্ট মাসের ১০ তারিখ থেকে এ বিসিএসের ভাইভা শুরু হয়।

২০০০ চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি। প্রিলিমিনারি পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬,০২২ জন।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page