
৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় নির্বাচিত হয়েছেন ৮,৫২৩ জন প্রার্থী। এসব প্রার্থীরাই কেবল লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ফলাফল জানা যাবে এসএমএস ও ওয়েবাসাইটে।
এসএমএস-এ ফলাফল : টেলিটক মোবাইল থেকে PSC 37 Regi.No লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
অনলাইনে ফলাফল দেখতে ক্লিক করুন- http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2016/11/01/37-bcs-preli-result.pdf/BINARY/37+BCS+Preli+Result.pdf
লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। এর আগে, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১,২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে ৩৭তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।