
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল আজ (৪ আগস্ট ২০১৬) সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৯০.১১ শতাংশ।
ফলাফল পাওয়া যাবে এসএমএস ও ওয়েবসাইটে।
এ পরীক্ষায় ২৯টি অনার্স বিষয়ে সারাদেশে ৬১৯ টি কলেজের ২১১ টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ ২,৭৭,২৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ।
এসএমএস করে ফলাফল জানতে যেকোনো মোবাইল থেকে nu<space>H1<space>Roll/Reg.No টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
এই ওয়বেসাইট থেকেও ফলাফল জানা যাবে: www.nu.edu.bd অথবা www.nu.edu.bd/results