
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল আজ (২৮/১২/২০১৫) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১১৭টি কলেজের ১,২৭,৮৮৪ (এক লক্ষ সাতাশ হাজার আট শত চুরায়াশি) জন পরীক্ষার্থী মোট ৮৯টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে সন্ধ্যা ৭টার পর পাওয়া যাবে। এছাড়াও যেকোনো মোবাইল থেকে nu<space>mf<space>roll টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, তত্বীয় পরীক্ষা গত ২৪/৮/২০১৫ তারিখে শুরু হয়ে ৩১/১০/২০১৫ শেষ হয় এবং তত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১ মাস ২৮ দিনে এ ফল প্রকাশ করা হচ্ছে।