
বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নিয়োগ (২০২২) দেয়া হবে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেসামরিক / অসামরিক পদে ১১তম হতে ২০তম গ্রেডে ৬৩টি ক্যাটাগরিতে মোট ২৩৯ জনকে নিয়োগ দেয়া হবে।
- প্রতিষ্ঠান : বাংলাদেশ সেনাবাহিনী
- মোট পদের সংখ্যা : ২৩৯টি
- আবেদনের মাধ্যম : ডাকযোগে
- আবেদনের শেষ তারিখ : ২৮ জুন ২০২২
এক নজরে :
কোন পদে কত জন
মালি- ৪, আয়া- ১, ধোপা- ১, সহিস- ২, ফিটার- ১, টার্নার- ১, প্যাকার- ১,
ভিউয়ার- ১, টিনস্মিথ- ১, ওয়ার্ড বয়- ১, টেইলার- ২, পেইন্টার- ৪,
স্টোরম্যান- ৬, ফায়ার ক্র- ১, ব্ল্যাক স্মিথ- ১, কম্পাউন্ডার- ১,
কার্পেন্টার- ২, বুট মেকার- ১, টুল মেকার- ১, ড্রাফটসম্যান- ১, ইএন্ডবিআর- ১,
ফায়ারম্যান- ১, কম্পোজিটর- ১, ইম্পোজিটর- ১, এসএএসআই- ১,
সুপারভাইজার- ১, হেড মেকানিক- ১, আপহোল্ডস্টার- ১, মেসওয়েটার- ৩৪,
ইন্সেমিনেটর- ১, সহকারি বাবুর্চি- ১০, অফিস করণিক- ২৭, নিরাপত্তা প্রহরী- ১২,
সাইকেল ফিটার- ১, সহকারি প্যাকার- ১, ব্ল্যাক স্মিথ (স্কিন্ডা)- ১, জিসি’স- ৩,
চার্জ হ্যান্ড মেকানিক- ১, শ্রমিক- ২৭, একচেঞ্জ অপারেটর- ৫, হসপিটাল অর্ডারলি- ১,
বেঞ্চ ফিটার- ৩, মেশিনিস্ট (এসএস-১)- ১, মেশিনিস্ট (এসএস-২)- ১, ব্ল্যাক স্মিথ- ১,
ল্যাবরেটরি এটেনডেন্ট- ১, মেইনটেনেন্স টেকনিশিয়ান- ১, আপহোল্ডার (এইচএস-১)- ১,
সিকিউরিটি সুপারভাইজর-২, অফিস সহায়ক/বার্তাবাহন-৮, ফিটার এমভি (এসএস-২)-১, প্যাটার্ন মেকার (এইচএস-২)-১, ফিটার এএফভি (এসএস-২), মেরিন টেকনিশিয়ান (স্কিল্ড)-১, ইন্সট্র–মেন্ট মেকানিক (স্কিড)-১, সিভিল মেকানিক্যাল ড্রাইভার-১, টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর-১, ড্রাইভার/সিএমডি-৬, ইন্সট্র–মেন্ট মেকানিক (এইচএস-২)-২, বাবুর্চি/বাবুর্চি (ইউ/মেস/হাসপাতাল)-১৪, আর্টিফিসার কন্ট্রোল ইকুইপমেন্ট (স্কিড)-১, ফার্ম লেবার (কাউ অ্যাটেন্ড্যান্ড/কাফ অ্যাটেন্ড্যান্ড/বুলক কার্ট ড্রাইভার/অ্যানিমেল অ্যাটেন্ড্যান্ড)-৬।
আবেদনের যোগ্যতা
কোন পদে আবেদনের যোগ্যতা কী, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম পাওয়া যাবে এই লিংকে :
https://www.army.mil.bd/UserFile/LatestJobCirculation/span-stylecolor-333333-fontfamily-trebuchet-ms-arial-helvetica-sansserif-fontsize-14p.pdf
প্রার্থীর বয়স
প্রার্থীর বয়স ২৮ জুন ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২২। আবেদন পাঠানোর ঠিকানা, আবেদন ফরম ও বিস্তারিত জানা যাবে www.army.mil.bd ওয়েবসাইটে অথবা https://www.army.mil.bd/Job-Circulation-List লিংকে।
বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ ২০২২ / Bangladesh Army Civil Job Circular 2022

সেনাবাহিনী অসামরিক পদে চাকরির আবেদন ফরম

আমি করতে চাই
আমি অফিস সহায়ক হিসেবে চাকরি টা করতে চাই আমি s s c পাস পয়েন্ট 3.61
আমি এই জব টা করতে চাই। আমার জি পি এ ৩.৭২।
আমি HSC পাস।চাকরি খুব দরকার আমার।
Ami korte chai
Amr Ssc 3.39 result
Date of birth 27.01.2003
আসসালামু আলাইকুম
আমি চাকরি করব
আমি ৫ম শ্রেণি পাস পয়েন্ট ৪•০০
মাশাআল্লাহ,অনেক ভালো লাগলো,অনেক কিছু শিখতে পারলাম
আমি সিকিউরিটি সুপারভাইজার পদে চাকরি করতে চাই। আমি এখন সিকিউরিটি ইনচার্জ হিসাবে ইনোভা টেক্সটাইল কর্মরত আছি। আমি ssc পাস Hsc হাফ
আমি একজন বেকার ছেলে আমার চাকরি খুব প্রয়োজন
আমার চাকরির খুব প্রয়োজন যদি ইলেকট্রনিকস কাজে লোক লাগে তাহলে জুনিয়র বা সারগিত পদে চাকরি করতে চাই
আমার চাকরির খুব প্রয়োজন যদি ইলেকট্রনিকস কাজে লোক লাগে তাহলে জুনিয়র বা সারগিত পদে চাকরি করতে চাই। আমি JDC 2020 Sale Diyachi
Hello
আমি চাকরি টা কি পাব
আসসালামু আলাইকুম।।
মো: আবু হাচান
আমি হাসপাতাল চাকরি করতে চাই