
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভতির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার ৫ টি অনুষদে স্নাতক (সম্মান) শ্রেণীতে লেভেল-১ সেমিষ্টার-১ এ শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুদের আবেদন করতে হবে টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে। আবেদন করতে হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০১২ তারিখের মধ্যে।
প্রার্থী বাচাই ও ভর্তি প্রক্রিয়া
১। গ্রেডিং পদ্ধতিতে ৪র্থ বিষয় বাদে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ৮ গুণ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ নম্বর ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। সর্বমোট নম্বর ১০০+১০০=২০০ তে মূল্যায়ন করা হবে।
২। (ক) ভর্তির সময় নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পাশের মূল গ্রেডসিট, প্রশাংসাপত্র এবং মুক্তিযোদ্ধা/উপজাতি সংক্রান্ত সনদ পত্রের মূল কপি জমা দিতে হবে।
(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী অনুষদের পছন্দক্রম ভর্তির সময় দিতে হবে।
(গ) অত্র বিশ্বদ্যিালয়ের মেডিক্যাল অফিসারের নিকট থেকে শারীরিক সুস্থতার সন্তোষজনক সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে। অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে।
(ঘ) আবাসিক হলে সিটের অপ্রতুলতাহেতু ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের হলে সিট বরাদ্দের কোন নিশ্চয়তা নেই বিধায় নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে।
(ঙ) মুক্তিযোদ্ধার সন্তান ও উপজাতি/অ-উপজাতীয় প্রার্থীদের সংরক্ষিত আসনে ভর্তির জন্য উক্ত কোটাগুলির মধ্যে যেটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য তা ভর্তির পরীক্ষার সময় ও.এম.আর (OMR) সীটের নির্ধারিত স্থানে উল্লেখ করতে হবে।
(চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি সংক্রান্ত যে কোন শর্ত/ নিয়ম সংশোধন, সংযোজন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
৩। ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তির পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং www.sau.ac.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।
৪। প্রার্থী কোনরূপ ভুল বা অসংগতিপূর্ণ তথ্য প্রদান করলে ভর্তি প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অথবা পরবর্তী সময়ে তার ভর্তি বাতিল করা হবে।
৫। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধানতই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভর্তির জন্য আবেদনের ন্যুনতম যোগ্যতা
১।বিজ্ঞান গ্রুপে ২০১০ সনে মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমানের পরীক্ষায় এবং ২০১২ সনে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচ.এস.সি) অথবা সমমানের পরীক্ষায় উভয়ক্ষেত্রে ৪র্থ বিষয় বাদে মোট জিপিএ ৬.৫; তবে এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পরীক্ষায় প্রতিটিতেই ৪র্থ বিষয় বাদে ন্যূনতম জিপিএ ৩.০ পেতে হবে। উল্লেখিত যোগ্যতা (জিপিএ) সাপেক্ষে ২০০৯ সনে মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমান এবং ২০১১ সনে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
২।মাধ্যমিক স্কুল সাটিফিকেট (এস.এস.সি) বা সমমান এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা ও গনিত বিষয়ে প্রত্যেকটিতে আলাদাভাবে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৩.০ এবং ইংরেজিতে ২.০ পেতে হবে।
ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া
ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ সেপ্টেম্বর ২০১২ হতে ১৫ নভেম্বর ২০১২ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোন ব্যবহার করে করা যাবে।
২। আবেদনের জন্য একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে SylAU লিখে স্পেস দিয়ে এইচএসসি/সমমানের পরীক্ষার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এইচএসসি/সমমানের পরীক্ষার রোল b¤^i, স্পেস দিয়ে এইচএসসি/সমমানের পরীক্ষার পাশের সাল লিখে, স্পেস দিয়ে এসএসসি/সমমানের পরীক্ষার শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এসএসসি/সমমানের পরীক্ষার রোল b¤^i লিখে, স্পেস দিয়ে এসএসসি/সমমানের পরীক্ষার পাশের সাল লিখে 16222 b¤^‡i SMS করতে হবে। উদাহরণ : SylAU <space>SYL<space> 123456<space>2012<space>SYL<space>123456<space>2010| উদাহরণটি সিলেট বোর্ডের; এখানে 123456 এর জায়গায় আবেদনকারীর নিজের এইচএসসি/এসএসসি পরীক্ষার রোল b¤^i দিতে হবে। কেউ 2011 সালে এইচএসসি পাশ করে থাকলে 2012 এর জায়গায় 2011 লিখতে হবে এবং 2009 সালে এসএসসি পাশ করে থাকলে 2010 এর জায়গায় 2009 লিখতে হবে। অন্যান্য বোর্ডের জন্য সিলেট (SYL)-Gi জায়গায় যথাক্রমে বরিশাল (BAR), চট্টগ্রাম (CHI), কুমিল্লা (COM), ঢাকা (DHA), দিনাজপুর (DIN), যশোর (JES), মাদ্রাসা (MAD), রাজশাহী (RAJ) লিখতে হবে।
৩। উপরের এসএমএস টি পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তির ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 b¤^‡i আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে SylAU, স্পেস দিয়ে YES, স্পেস দিয়ে PIN, স্পেস দিয়ে আবেদনকারীর যোগাযোগের জন্য যে কোন একটি মোবাইল b¤^i লিখে 16222 b¤^‡i এসএমএস করতে হবে। উদাহরণ : SylAU<space>YES<space>654321<space>01XXXXXXXXX। এখানে 654321 এর জায়গায় আবেদনকারীর নিজ নিজ নাম PIN টি বসাতে হবে। আবেদনকারীর মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে তা থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টা: ৬৫০/- (ছয়শত পঞ্চাশ) কেটে একটি এসএমএস এর মাধ্যমে সাথেসাথেই ভর্তি পরীক্ষার রোল b¤^i জানিয়ে দেয়া হবে। উল্লেখ্য যে, সম্মতি জানিয়ে এসএমএস পাঠালেই কেবল আবেদনকারীর মোবাইল ফোন থেকে ভর্তি পরীক্ষার ফি বাবদ টা: ৬৫০/- (ছয়শত পঞ্চাশ) কেটে নেয়া হবে, অন্যথায় কোন ফি কাটা হবে না।
৪। ভর্তি পরীক্ষার সময় দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে এবং ছবির পিছনে ঐ রোল নম্বরটি লিখে নিয়ে আসতে হবে। অন্যথায় কাউকে ভর্তি পরীক্ষা দিতে দেয়া হবে না।
৫। একটি টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে একাধিক আবেদন করা যাবে এবং আবেদনের দ্বিতীয় ধাপে যোগাযোগের জন্য আবেদনকারীর যে কোন একটি মোবাইল ফোন b¤^i দিতে হবে।
৬। দিনের বা রাতের যে কোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।
৭। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে প্রশ্ন থাকলে মোবাইল নং-০১৭১১-২৩৮৪০৮, ০১৫৫২-৪২৪৭১২, ০১৭১৩-৪৮৬০৮৭, ০১৭৩-৪৮৬০৮৬, ০১৭১৪-৫৮১৫৫৮, ০১৭১৭-৪৫৭৫৭৫, ০১৭১৮-৫০১৫৪০, ০১৮১৬-৪৩৪৯৮৫, ০১৭১৬-৩৩৯০৭৭ হটলাইনে কিংবা ই-মেইলে admission@ sau.ac.bd যোগাযোগ করা যাবে।