শিক্ষা বার্তা

সরকারি ছুটির তালিকা ২০২৩ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৩)

সরকারি ছুটির তালিকা ২০২৩ (সরকারি ক্যালেন্ডার ২০২৩) অনুযায়ী মোট ছুটি থাকবে ২২ দিন (সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে)। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ছুটি গতবারের মতোই আছে। গতবার যেটা ছিল ছুটি, কোনো চেঞ্জ করা হয়নি। গতবার ৬ দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে ৮ দিন।’

 

তিনি বলেন, ‘জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি। এটা জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে। তারমধ্যে ৪ দিন হলো দুটি শুক্রবার এবং দুটি শনিবার।’

আরো দেখুন : ঈদে মিলাদুন্নবীর ছুটি কবে

 

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

 

৩১ অক্টোবর ২০২২ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

 

সাধারণ ছুটির মধ্যে আছে –

  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
  • জাতীয় শিশু দিবস
  • স্বাধীনতা ও জাতীয় দিবস
  • জুমাতুল বিদা
  • মে দিবস
  • ঈদুল ফিতর
  • বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  • ঈদুল আজহা
  • জাতীয় শোক দিবস
  • জন্মাষ্টমী
  • দুর্গাপূজা (বিজয়া দশমী)
  • ঈদে মিলাদুন্নবী (সা.)
  • বিজয় দিবস
  • যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)

 

  • ২০২৩ সালে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিনের নির্বাহী আদেশে ছুটি থাকবে।
  • ২০২৩ সালে শব-ই-বরাত, শবে বরাত, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
  • ২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। যার মধ্যে ৬ দিনই ছিল শুক্র ও শনিবার।
  •  

 

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ

 

তারিখ দিন ছুটির
21 ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
8 মার্চ ২০২৩ বুধবার শব-ই-বরাত
17 মার্চ ২০২৩ শুক্রবার জাতির পিতার জন্মবার্ষিকী
26 মার্চ ২০২৩ রবিবার স্বাধীনতা দিবস
14 এপ্রিল ২০২৩ শুক্রবার পহেলা বৈশাখ
18 এপ্রিল ২০২৩ মঙ্গলবার শব-ই-কদর
21 এপ্রিল ২০২৩ শুক্রবার জুমাতুল বিদা
21 এপ্রিল ২০২৩ শুক্রবার ঈদুল ফিতর
22 এপ্রিল ২০২৩ শনিবার ঈদুল ফিতর
23 এপ্রিল ২০২৩ রবিবার ঈদুল ফিতর
1 মে ২০২৩ সোমবার মে দিবস
5 মে ২০২৩ শুক্রবার বুদ্ধ পূর্ণিমা
28 জুন ২০২৩ বুধবার ঈদুল আযহা
29 জুন ২০২৩ বৃহস্পতিবার ঈদুল আযহা
30 জুন ২০২৩ শুক্রবার ঈদুল আযহা
29 জুলাই ২০২৩ শনিবার আশুরা
15 অগাস্ট ২০২৩ মঙ্গলবার জাতীয় শোক দিবস
6 সেপ্টেম্বর ২০২৩ বুধবার শুভ জন্মাষ্টমী
28 সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার ঈদে মিলাদুন্নবী
24 অক্টোবর ২০২৩ মঙ্গলবার বিজয়া দশমী
16 ডিসেম্বর ২০২৩ শনিবার বিজয় দিবস
25 ডিসেম্বর ২০২৩ সোমবার বড়দিন
Government holidays 2023 Bangladesh

 

 

সরকারি ছুটির তালিকা ২০২৩ ক্যালেন্ডার

 

সরকারি ছুটির তালিকা ২০২৩ ক্যালেন্ডার বাংলাদেশ pdf - Government holidays 2022 in Bangladesh pdf
Government holidays 2022 in Bangladesh (1)

 

 

govt holiday 2023 2
Government holidays 2022 in Bangladesh (2)

 

 

govt holiday 2023 3
Government holidays 2022 in Bangladesh (3)

 

 

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা pdf

 

 

সরকারি ক্যালেন্ডার ২০২৩ / Govt calendar 2023 Bangladesh

সরকারি ক্যালেন্ডার ২০২৩ - Bangladesh Govt calendar 2023
সরকারি ক্যালেন্ডার ২০২৩ – Bangladesh Govt calendar 2023

 

২০২৩ সালে সরকারি ছুটি কয় দিন?

২০২৩ সালে মোট ছুটি থাকবে ২২ দিন (সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে)। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার।

5/5 - (5 votes)

প্রাসঙ্গিক

One Comment

  1. অনেক সুন্দর লিখেছেন। অনেক উপকৃত হলাম। এরকম অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায়। আমি সরকারি ছুটির ক্যালেন্ডার 2023 অ্যাপটি ব্যবহার করছি। আমার কাছে অ্যাপটি ভালো লেগেছে। আপনিও ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page