
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২২ এর আবেদন ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে শুরু হবে, চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে পারবে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।
এক নজরে :
অনলাইনে আর্থিক অনুদানের আবেদন লিংক
- ছাত্র-ছাত্রী বা শিক্ষার্থীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন : http://www.shed.gov.bd/
- শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন : http://www.shed.gov.bd/
- শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের অনলাইন আবেদন : http://www.shed.gov.bd/
www.shed.gov.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে।
আরো দেখুন >> প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের “বঙ্গবন্ধু স্কলার নির্বাচন ও বৃত্তি”
>> সরকারি উপবৃত্তি ও টিউশন ফি পাবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা
শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা ২০২০ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে (www.shed.gov.bd) আবেদন আহ্বান করা হয়েছে।
বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এই টাকা পেতে ১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে শুরু হবে।
জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরের বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে ইতোমধ্যে নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরীর টাকা পেতে আবেদন করতে হবে। সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী, অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রধিকার পাবেন। এছাড়া দেশের সব স্বীকৃতি প্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব পত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনাগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। আর বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।
স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র আবেদনে সংযুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে ডাক্তারি সনদ ও দৈব দুর্ঘটনার স্বপক্ষের প্রমাণ সংযুক্ত করে আবেদন করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রত্যয়ন সংযুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান বাবদ বরাদ্দের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
আর্থিক অনুদানের জন্য আবেদন ২০২২

অনুদান নিয়ে প্রতারণার ব্যাপারে সতর্কতা
সম্প্রতি বিভিন্ন ব্যক্তির মৌখিক অভিযােগ হতে জানা গেছে যে, অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছে অসৎ উদ্দেশ্যে প্রতারক চক্র কর্তৃক ভিন্ন ভিন্ন মােবাইল ফোনে NID, বিকাশ নম্বর ও গােপন পিন ইত্যাদি চাওয়া হচ্ছে।
গত বছর (২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান” বিষয়ে ইতােপূর্বে কাউকে ফোন দেয়া হয়নি এবং NID, বিকাশ নম্বর ও গোপন পিন সংক্রান্ত কোন তথ্যও চাওয়া হয়নি। এ বিষয়ে প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
ভ্যান চালায়
Ripon
আমি খুব অসহায় ।
আবেদন
মেয়াদ কি আরও এক দফা বাড়তে পাড়ে প্লিজ জানাবেন।
আমি ছোট একটি ব্যাবসা তাই ৫০০০ টাকা খুব ই দরকার এখান দিয়ে যদি ঋণটা হয়। আমি অনেক উপকৃত হবো।আশা করি খুবই দ্রুত লোনটি পাশ হবে।
আমরা আবেদন করেছি কিন্তু টাকা পাইলাম না,,,,,, টাকা পেলে উপকৃত হইতাম,,,, আমাদের বেসরকারী কলেজে ফরম ফিলাপ করতে ৯হাজার লাগে ২য় বর্ষে।
খুব অসহায় হয়ে যানাচ্ছি আমার ৫০০০ টাকা হলে খুব উপকার হয়
খুলনা বিভাগের মধ্যে ঐতিহ্যাবাহী কলেজ আছে।”তালা সরকারী কলেজ”
এই নামটা খুলনা বিভাগের সরকারি কলেজের ভিতরে অন্তর্ভুক্ত।
আমার কিছু নাই
আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
অনেকে আবেদন করেছে কিন্তু টাকা পাচ্ছে না কেন ?জানতে চাই?
Ok
আমার পরিবারে উপার্জন করেন আমার বাবা ।খুবই কম বেতন পান।
আমি খুবই অসহায় ।
আমার বাবা একজন রিকশা চালক আমার পড়া লিখার খরচ খুব কষ্টে চালান তাই যদি অনুদান পাই খুবি ক্রিতজ্ঞ থাকবো
Address please with your ID card, last class result sheet, mobile number
যেসকল শিক্ষার্থী ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা কি এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে?
আমি মো:শাহ আলম ইসলাম আমি 2015 সালে ssc পাস করি ছোট থাকতেই বাবা মারা যায় তাই আর পড়াশুনা করতে পারিনি এখন অনেক অসহায় তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন আমাকে সহযোগিতা করার জন্য
Amar baba nei,ami dhaka bangabandhu college a pori. tai amar mayer khub kosto hosse poralekhar jonno tk jogar kore dite,,,tai plz amar khub upokar hobe ,,,amake 10000 taka dile.ami prayveter taka o dite parbo
বাংলাদেশ শিক্ষা বোর্ড আর্থিক সাহায্য
আমি তো কোন উপবৃত্তি পাইনা। এমনকি গত বছর ও পাই নাই। তাই উপবৃত্তির জন্য আবেদন করতে চাই। কিন্তু ভোট করি নাই বলে উপবৃত্তি করতে পারিনা। আমার বাবার পক্ষে আমার পড়ালেখার খরচ চালানো খুবই কষ্টকর। তাই দয়া করে আমাকে যদি আর্থিক অনুদানের সাহায্যটা দেওয়া হতো। তাহলে আমার খুবই উপকার হতো। এমনকি পড়ালেখাটাও চালিয়ে যেতে পারতাম। প্লিজ একটু দয়া করুন।
আমার বাবা গরিব সে দিন আনে দিন খায় আমি উপবৃত্তি টাকা পাইনি আমাকে পড়ালেখার খরচ দিলে খুব ভালো হয়
ami hon’s 4th year a pori..last year o ami abodon kori… Tkon o paini… Aibar o abodon korci janina onodan ti pabo kina…arttik onodan ti pala amr kob opokar hoba…admission fee ar private salary ta dita parvo..ami kono class a upobitti paini..
পারিবারিক সমস্যার কারনে লেখাপড়ার খরচ দিতে পারছে না