
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) কোর্সে প্রাথমিক ভর্তি আবেদন প্রক্রিয়া অনলাইনে আজ (৩ নভেম্বর ২০১৬) বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। মার্স্টার্স (নিয়মিত) শেষ পর্বের আবেদনের এই কার্যক্রম ১৫ নভেম্বর ২০১৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
প্রাথমিক আবেদন প্রক্রিয়া :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.edu.bd/admissions) ‘মাস্টার্স’ অংশে গিয়ে বাম দিকে Apply Now (Masters Reg.) অপশনে ক্লিক করে যথাযথ তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। এর পর প্রিন্ট কপি নিয়ে প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে এর প্রিন্ট কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকাসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ১৬ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে ৷
আবেদনকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে না৷ ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা করা হবে৷