ভর্তি তথ্য

বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২৩ [Private school lottery result gsa.teletalk.com.bd]

ঢাকাসহ সারা দেশের বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২৩ (মেরিট লিস্ট ও অপেক্ষমান তালিকা) ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে দুপুর ২টার দিকে প্রকাশিত হবে। এর আগে, সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ডিজিটাল লটারি ফলাফল ঘোষণা হয়েছে ১২ ডিসেম্বর ২০২২ (সোমবার) বিকাল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে। ভর্তি লটারি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) বিস্তারিত ফলাফল দেখা যাবে ফল।

সারাদেশে ২,৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে রয়েছে ৮০ হাজার ৯১ আসন।

এদিকে, আগামী মঙ্গলবার ১৩ ডিসেম্বরে বেসরকারি স্কুলগুলো- মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়ের লটারি হবে। এদিনে বিকেল ৩টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শুরু হবে এ লটারি।

সরকারি-বেসরকারি স্কুল ভর্তি ২০২৩

স্কুলের ধরন :সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল
ভর্তি আবেদনের সময়সীমা :১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২২
আসন সংখ্যা :৮০,০৯১টি আসন (সরকারি),
৯,৪০,৮৭৬টি আসন (বেসরকারি)
ভর্তি আবেদন পদ্ধতি :অনলাইন
শিক্ষার্থী ভর্তি / বাছাই পদ্ধতি : লটারি পদ্ধতিতে ছাত্র-ছাত্রী নির্বাচন
আবেদনের অনলাইন লিংক : https://gsa.teletalk.com.bd
প্রাথমিক আবেদন ফি :১১০ টাকা
সরকারি স্কুল ভর্তির ফলাফল :১২ ডিসেম্বর ২০২২
বেসরকারি স্কুল ভর্তির ফলাফল :১৩ ডিসেম্বর ২০২২
Govt and private school admission 2023

সরকারি ও বেসরকারি স্কুলে আসন সংখ্যা কত?

  • ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সে হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫.৮ জন শিক্ষার্থী। আর বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি।

  • এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাউশি।

  • সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন ৪১ শতাংশ আসনে।

  • গত ৫ ডিসেম্বর সরকারি স্কুলে ভর্তির নীতিমালা জারি করে প্রজ্ঞাপন জারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

  • এতে দেখা যায়, এবার প্রথমবারের মতো ২ শতাংশ সিট বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মীদের সন্তানদের জন্য। মুক্তিযোদ্ধাদের পরিবার কিংবা তাদের ছেলে বা মেয়ের পরিবারের সন্তানরা পাবে ৫ শতাংশ, কেচমেন্ট এরিয়ায় বসবাসরত শিক্ষার্থীরা ৪০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু (প্রতিবন্ধী) শিক্ষার্থী ২ শতাংশ কোটা। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির জন্য সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। সব মিলিয়ে মোট আসনের শতকরা হিসেবে ৫৯ শতাংশ আসন বিভিন্ন কোটায় সংরক্ষিত থাকছে।

বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল ২০২৩ / Private / Non-govt school admission lottery result 2023

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারির ফলাফল লিংক

SMS-এ স্কুল ভর্তির লটারি রেজাল্ট যেভাবে জানা যাবে

  • প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।

যেমন : GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে

ভর্তি কার্যক্রমের অন্তর্ভূক্ত বেসরকারি বিদ্যালয় তালিকা ২০২৩

ভর্তি কার্যক্রমের অন্তর্ভূক্ত সরকারি বিদ্যালয় তালিকা ২০২৩

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page