পরামর্শ

‘বৃত্তি নিয়ে পড়াশোনা ও আইইএলটিএস সম্পর্কে জানতে চাই’

শিক্ষার্থীর প্রশ্ন: আমি এ বছর এসএসসি-তে জিপিএ ৫ পেয়েছি। আমি বিদেশে বিশেষ করে ইউরোপের কোনো দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারি-এ পড়তে ইচ্ছুক। কিন্তু আমার পরিবারের তেমন সামর্থ্য নেই। এখন আমি কি করতে পারি।শুনেছি বৃতি নিয়ে জার্মানিতে যাওয়া যায়, কিন্তু আবেদন করতে আইইএলটিএস দরকার হয়। কিন্তু এই পরীক্ষা আমি কিভাবে দিবো, এ সম্পর্কে তো আমি কিছুই জানি না। তাছাড়া জার্মানিতে কি পার্ট-টাইম কাজ করে লেখাপড়া ও থাকা-খাওয়ার খরচ চালানো সম্ভব? আইএলটিএস পরীক্ষা দিতে নাকি পাসপোট লাগে, কিন্তু আমার বয়স মাএ ১৪। আমি কি পাসপোর্ট করতে পারবো? পাসপোর্ট করতে কি কি লাগে ?
–  শাকিবুল হিমেল
উত্তর: ইউরোপের জার্মানি-সুইডেনসহ আরো অনেক দেশেই উচ্চশিক্ষায় বৃত্তি পাওয়া যায়। বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী এসব দেশে বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। বৃত্তির আওতায় পড়াশোনার খরচ বহনের পাশাপাশি অনেক দেশ-সংস্থা বিমান খরচও বহন করেন। বিদেশি বৃত্তির খোঁজ পেতে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) নিয়মিত চোখ রাখতে পারেন। পাশাপাশি আমাদের সাইটে বৃত্তির তথ্য পাবেন। এই লিংকের-https://bn.edudaily24.com/feature/56/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf/  লেখাটি পড়লেও বিভিন্ন দেশ-সংস্থার বৃত্তি সম্পর্কে ধারণা পাবেন। জার্মানির বার্তা সংস্থা ‘ডয়েচে ভেলে’র বাংলা বিভাগের এই ওয়েব লিংকে (https://www.dw.com/bn/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%9F/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE/s-13795 ) দেশটিতে উচ্চশিক্ষার অনেক তথ্য পাবেন।
সাধারণত ব্যাচেলর (বিএ/বিএসসি/বিবিএ) পর্যায়ে অনার্স বা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বিদেশি বিশ্ববিদ্যালয়/কলেজ/ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে আইইএলটিএস-এ পর্যাপ্ত স্কোর থাকতে হয়। আর এসব প্রোগ্রামে ভর্তি হতে তো আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারী বা এইচএসসি/‘এ’ লেভেল পাশ হতে হবে। আপনি যখন এইচএসসি পাশ করবেন, ততদিনে আপনার বয়স তো আর ১৪ থাকবে না, তাই না? আসলে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার ন্যূনতম বয়স ১৬। আইইএলটিএস সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই লিংকের লেখাটি পড়লে- https://bn.edudaily24.com/feature/475/%e0%a6%87%e0%a6%82%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%87%e0%a6%87/ ।
আপনি পাসপোর্টের আবেদনের নিয়ম ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ওয়েবসাইটে- www.passport.gov.bd

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page