ভর্তি তথ্য

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ফুটবল, ক্রিকেট সহ ২১ ধরনের খেলা বা ক্রীড়া বিভাগে ২০২২ শিক্ষাবর্ষে ৪র্থ থেকে ৯ম শ্রেণিতে (একেক ক্রীড়া বিভাগে একেক শ্রেণিতে ভর্তি) শিক্ষার্থী ভর্তি করবে বিকেএসপি। বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা বিকেএসপিতে পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে দক্ষ খেলোয়ার হিসেবে নিজেকে তৈরির সুযোগ পাবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষে ২০২২ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত জেলা/বিভাগ ভিত্তিক নির্ধারিত তারিখে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠান :BKSP (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)
শিক্ষাবর্ষ :২০২২ শিক্ষাবর্ষ
যেসব শ্রেণিতে ভর্তি :৪র্থ থেকে ৯ম শ্রেণি (ক্রীয়া ভেদে),
প্রাথমিক নির্বাচনের সময়সূচি :বিভাগভেদে ১৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২২
(একেক বিভাগে একেক তারিখে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা)
ভর্তির সুযোগ পাবে :ছেলে ও মেয়ে উভয়েই
বয়সসীমা :ক্রীয়া ভেদে সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৬ বছর
অনলাইনে আবেদন/রেজিস্ট্রেশনের লিংক :www.bksp.gov.bd

বিকেএসপি নির্বাচন পদ্ধতি ২০২২

বিকেএসপি প্রাথমিক বাছাই যেভাবে >

  • ১. ঢাকা বিকেএসপিতে প্রাথমিক বাছাইয়ের দিন ০২ কপি রঙ্গিন ছবি (পাসপোর্ট সাইজ) আনতে হবে।
  • ২. প্রাথমিক বাছাইয়ের দিন ঢাকা বিকেএসপি হতে নিবন্ধন ফরম পূরণ পূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • ৩. ডাক্তারী পরীক্ষা (বয়স নির্ধারণ ও অন্যান্য মেডিকেল টেষ্ট)।
  • ৪. শারীরিক যোগ্যতা বা ফিটনেস টেষ্ট।
  • ৫. স্ব-স্ব খেলা/বিভাগ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা।
  • ৬. প্রাথমিক বাছাইয়ের দিন ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হবে।

বিকেএসপি ভর্তিতে চূড়ান্ত নির্বাচন পদ্ধতি

১. কেবলমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ০৫ দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে।
২. প্রশিক্ষণ ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. সর্বশেষ অধ্যয়নরত শ্রেণির সিলেবাস অনুযায়ী স্ব-স্ব শ্রেণির লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।

৪. জন্ম নিবন্ধন সনদ আনতে হবে।
৫. প্রযোজ্য ক্ষেত্রে পিএসসি ও জেএসসি পরীক্ষার সনদ আনতে হবে।

৬. ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়।
৭. সকল পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়।

বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ – BKSP Admission Circular 2022

BKSP Admission 2022 Circular
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বিকেএসপিতে ভর্তি হতে কত টাকা লাগে

ভর্তি আবেদন ফি (বাছাই পরীক্ষার জন্য) :২০০ টাকা
ভর্তি ফি : ২,০০০ টাকা (ভর্তিকালীন)
জামানত : ৫,০০০ টাকা (ভর্তিকালীন ও ফেরতযোগ্য)
মেডিকেল ফি : ৩০০ টাকা (বাৎসরিক)
পরীক্ষার ফি : ১৫০ টাকা (বাৎসরিক)
সেশন ফি : ১,৫০০ টাকা (ভর্তির পরবর্তী বছর থেকে)
ম্যাগাজিন ফি : ৫০ টাকা (বাৎসরিক)
লাইব্রেরি ফি : ১০ টাকা (বাৎসরিক)
বেতন বই : ১০ টাকা (বাৎসরিক)
বিশ্ববিদ্যালয়/বোর্ড ফি : বিশ্ববিদ্যালয়/বোর্ড কর্তৃক নির্ধারিত






ক্রীড়া বিভাগ ভিত্তিক ভর্তি সম্পর্কিত দরকারি তথ্য

কোন ক্রীড়া বিভাগে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, বাছাই পরীক্ষার দিন কী কী আনতে হবে, কোন কোন সনদ বা কাগজপত্র লাগবে, বিস্তারিত জানতে নিচের কাঙ্ক্ষিত ক্রীড়া বিভাগের লিংকে (অফিসিয়াল সাইট লিংক) ক্লিক করে জেনে নিন।

Rate this post

প্রাসঙ্গিক

One Comment

  1. এই বোর্ড অনেক ভালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page