ফলাফল

বাউবি : ২০১৯ সালের এইচএসসি ফল প্রকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৪৮.৩৭ শতাংশ। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ১৭,৪২৫ জন ছাত্র এবং ১৬,৮২৬ জন ছাত্রী।

এ বছর বাউবি’র এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০,৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪ হাজার ২৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ। এছাড়া, ৭৭,৮৪৯ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৬৪০ জন ‌’এ গ্রেড’, ৪,২২৮ জন ‘এ মাইনাস’, ১২,২৭৯ জন ‘বি’, ১৪,১৪১ জন ‘সি’ এবং ২,৯৬৩ জন ‘ডি’ গ্রেড পেয়েছে।

ফলাফল পাওয়া যাবে bou.ac.bd এবং exam.bou.edu.bd ওয়েবসাইটে।

এছাড়াও SMS-এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou studentID (11digits without any space, for example 13011810001) লিখে বাংলালিংকে ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ নম্বরে SMS পাঠাতে হবে।

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page