
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে (১ম বর্ষ) এইচএসসি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/ উপ-আঞ্চলিক কেন্দ্র/ স্টাডি সেন্টার থেকে ৩ আগস্ট ২০১৬ তারিখ থেকে ভর্তি ফরম বা বিতরণ প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত ফি ব্যাংকে জমা দিয়ে ভর্তির সব কার্যক্রম ১৩ অক্টোবর ২০১৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। যদি এই সময়ের মধ্যে কেউ ভর্তি হতে না পারে, তাহলে বিলম্ব ফি দিয়ে ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর মধ্যে ভর্তি হতে পারবে।
ভর্তির যোগ্যতা : এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
সর্বমোট ভর্তি ফি : ৩৫৬০ টাকা।
ভর্তি ফরম পাওয়া যাবে এই লিংকে- http://www.bou.edu.bd/images/form/hsc_admi_form_020816.pdf
এইচএসসি প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিস্তারিত বা ভর্তি বিজ্ঞপ্তি দেখুন-
http://www.bou.edu.bd/images/admission/hsc_admi_280716.pdf
এইচএসসি প্রোগ্রামের বিষয়গুচ্ছ ও কোর্স তালিকা :
http://www.bou.edu.bd/images/admission/hsc_subject_020816.pdf