
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাউবি’র আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র/ স্টাডি সেন্টার থেকে ১ আগস্ট ২০১৬ তারিখ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ব্যাংকে নির্ধারিত ফি (১০০ টাকা) জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ২০ অক্টোবর ২০১৬ তারিখের মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে বিলম্ব ফি (১০০ টাকা) দিয়ে ২১ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে ভর্তি হওয়া যাবে। পারবে।
ভর্তির যোগ্যতা : জেএসসি/অষ্টম শ্রেণি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স : অস্টম শ্রেণি বা সমমান পাশের প্রার্থীর ক্ষেত্রে জন্ম তারিখ ৩১-১২-১৯৯৭ সালের পরে হতে পারবে না। তবে জেএসসি/জেডিসি/সমমান পাশের ক্ষেত্রে উক্ত বয়সসীমা প্রযোজ্য হবে না।
মোট ভর্তি ফি : ৩৭০০ টাকা।
আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ভর্তি বিজ্ঞপ্তি-তে :
http://www.bou.edu.bd/images/admission/ssc_admi_280716.pdf