![বন বিভাগের ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [বন অধিদপ্তরে ৩২ পদে চাকরি] 1 বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - ফরেস্ট গার্ড পদ ৮৯টি - Forest department job circular 2022 forest guard](https://bn.edudaily24.com/wp-content/uploads/forest-department-jobs.jpg)
বন বিভাগের ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ২৯ জন ফরেস্ট গার্ড (বন প্রহরী) নিয়োগের পাশাপাশি ৩টি পদে অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত মোট ৩২টি পদে জনবল নিয়োগ দেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের ময়মনসিংহ বন বিভাগ। আবেদন করতে হবে ১৮ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।
এক নজরে :
বন অধিদপ্তর নিয়োগ ২০২৩
প্রতিষ্ঠানের নাম : | বাংলাদেশ বন বিভাগ (বন অধিদপ্তর) |
---|---|
চাকরির ধরন | সরকারি চাকরি |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৩ |
মোট পদ সংখ্যা | ৩২টি |
পদের ক্যাটাগরি | ২টি |
আবেদন শুরুর তারিখ | ১৮ জনুয়ারি ২০২৩ |
অনলাইনের শেষ তারিখ | ১৬ ফেব্রুয়ারি ২০২৩ |
আবেদনের পদ্ধতি | অনলাইনে |
আবেদনের ফি | ১১২ টাকা |
অফিশিয়াল ওয়েবসাইট | http://www.bforest.gov.bd |
আবেদনের লিংক | http://dsfc.teletalk.com.bd |
প্রার্থীর যোগ্যতা
১. পদের নাম : ফরেস্ট গার্ড (বন প্রহরী)
- পদের সংখ্যা : ২৯টি।
- যোগ্যতা : আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে।
- উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার।
- বেতন স্কেল ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৭)।
২. পদের নাম : অফিস সহায়ক
- পদের সংখ্যা : ৩টি।
- যোগ্যতা : আবেদনের জন্য এসএসসি বা সমমান পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- বেতন স্কেল : ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন
ফরেস্ট গার্ড ও অফিস সহায়ক পদে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা
- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর, তারাও আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
- আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dsfc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- অনলাইন আবেদনের সময় প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 kilobytes (KB) এবং স্বাক্ষরের size সর্বোচ্চ 60 kilobytes।
- আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে।মৌখিক বা শারীরিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
১৮ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত।
বন বিভাগের ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
![বন বিভাগের ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [বন অধিদপ্তরে ৩২ পদে চাকরি] 2 বন বিভাগের ফরেস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - Forest guard job circular 2023 / Forest department job circular 2023 pdf http://dsfc.teletalk.com.bd http://www.bforest.gov.bd](https://bn.edudaily24.com/wp-content/uploads/forest-department-circular-2023-1.jpg)
Forest guard job circular 2023 / Forest department job circular 2023 pdf
- Forest guard job circular 2023 / Forest department job circular 2023 pdf download link : http://dsfc.teletalk.com.bd/docs/circular.pdf