শিক্ষা বার্তা

প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হবে না

২০২১ সালের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা হবে না। প্রাথমিক বিদ্যালয়ের কোনো শ্রেণিতেই বার্ষিক পরীক্ষা হবে না। এমনকি ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষাও হবে না। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের বাড়ির কাজ, এসাইনমেন্ট ইত্যাদির মাধ্যমে নিজ নিজ স্কুলে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উঠানো হবে।

 

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে ৮ নভেম্বর গণমাধ্যমকে এ এ তথ্য জানানো হয়।

 

 

জানা গেছে, ৫ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩ নভেম্বর একটি সভায় প্রাথমিকে বার্ষিক পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ ক্ষেত্রে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

 

 

 

প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল দেয়া হবে যেভাবে

বাড়ির কাজ, এসাইনমেন্ট ইত্যাদি কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করছে। এসব মূল্যায়ন করে নিজ নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করবে।

 

 

 

ইবতেদায়ি পরীক্ষাও হবে না

এর আগে, ৭ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছিলেন, ‘প্রথম দিকে আমরা পরীক্ষা নেয়ার পক্ষে ছিলাম, কিন্তু অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হওয়ার ফলে বর্তমানে পঞ্চম শ্রেণির পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) ও ইইসি (ইবতেদায়ি শিক্ষা সমাপনী) পরীক্ষা নেয়া কঠিন হয়ে পড়েছে।

 

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page