
প্রাথমিক, ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের নথি আজ (মঙ্গলবার) সকালে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে।
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৭.৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২,২৪,৪১১ জন শিক্ষার্থী। ইবতেদায়িতে পাসের হার ৯৫.৯৮ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬,৫৪১ জন শিক্ষার্থী।
এদিকে, জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৫ শতাংশ। জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩.৫০ শতাংশ। এ দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১,৫৬,২৩৫ শিক্ষার্থী।
বেলা ১১টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসির ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এরপরই ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসে ফলাফল জানা যাবে।
গত নভেম্বরে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়।
জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে নিচের ওয়েবসাইটে :
জেএসসি/জেডিসির : www.educationboardresults.gov.bd
প্রাথমিক শিক্ষা সমাপনী : http://dperesult.teletalk.com.bd/dpe.php
এসএমএস ও ওয়েবসাইটে যেভাবে ফলাফল জানা যাবে।