ভর্তি তথ্য

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২১-২০২২

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২১-২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল/কৃষি/ফিসারিজ/ফরেস্ট্রি/লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ১ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। আবেদনের অন্তত ১ ঘণ্টা আগে আবেদন ফি জমা দিতে হবে।

এছাড়া, ২ বছর মেয়াদী এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স কোর্সে ভর্তির আবেদন করা যাবে ৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। আবেদনের অন্তত ১ ঘণ্টা আগে আবেদন ফি জমা দিতে হবে।

ডিপ্লোমা ভর্তি ২০২১-২০২২

কোর্স (মেয়াদ)আবেদনের তারিখ
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/
টেক্সটাইল/কৃষি/ফিসারিজ/
ফরেস্ট্রি/লাইভস্টক
(৪ বছর মেয়াদী)
১ জানুয়ারি থেকে
১৭ ফেব্রুয়ারি ২০২২
এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) /
ডিপ্লোমা ইন কমার্স
(২ বছর মেয়াদী)
৮ জানুয়ারি থেকে
২৮ ফেব্রুয়ারি ২০২২
আবেদনের লিংক :http://btebadmission.gov.bd/

অনলাইনে আবেদন করতে হবে www.btebadmission.gov.bd ওয়েবসাইট থেকে।

ডিপ্লোমা ভর্তি যোগ্যতা

সকল শিক্ষা বোর্ড অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি / দাখিল / এসএসসি (ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ছাত্রদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ এবং ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপিএ ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ প্রাপ্ত যেকোনো সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং / টেক্সটাইল / কৃষি / ফিসারিজ / ফরেস্ট্রি / লাইভস্টক এবং এইচএসসি ( বিএমটি / ভোকেশনাল ) ও ডিপ্লোমা ইন কমার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

Diploma in engineering admission circular 2022
Diploma in engineering admission circular 2021-2022

Rate this post

প্রাসঙ্গিক

5 Comments

  1. আমার মন্তব্য হলো আমি এখন ক্লাস টেন এ পরি 2022 batch আমি মাদ্রাসায় পড়ি আমি চাচ্ছি যে পরিখার পড়ে গাজীপুর ভালো কোনো কলেজ আছে,,, আমি ভতি হতে পারবো

  2. এইচএসসি পরিক্ষা দেওয়ার পর কি ২বৎর মেয়াদি কোর্স করা যাবে। পরামর্শ চাই

  3. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্লাস শুরুর তারিখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page