ফলাফল

এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে [SSC result 2023]

এসএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে – কিভাবে জানা যাবে, এসব প্রশ্ন অধিকাংশ পরীক্ষার্থীর। ১৯ জুলাই ২০২৩ তারিখে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল [SSC result 2023] ২৮ জুলাই ২০২৩ তারিখে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

কিভাবে ফলাফল জানা যাবে, সেই পদ্ধতি বা নিয়মও জানিয়ে দেয়া হয়েছে নোটিশে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ইতোপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাবনা পাঠানোর পর যথাযথ অনুমোদনক্রমে জুলাইন মাসের শেষ সপ্তাহের নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশের দিন ধার্য করা হবে।

 

জুলাই (২০২৩) মাসের শেষ সপ্তাহে ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের লক্ষে কাজ করে যাচ্ছে দেশের শিক্ষা বোর্ডগুলো। ২৮, ২৯ এবং ৩১ জুলাই ফল প্রকাশের তারিখ ধরে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছে। পরবর্তীতে ২৮ জুলাই ২০২৩ ফল প্রকাশের তারিখ হিসেবে অনুমতি দেওয়া হয়

 

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিধান রয়েছে। অনুযায়ী জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে। শুক্রবার যেহেতু সরকারি ছুটি তাই এর আগে ২৮, ২৯ বা ৩১ জুলাই ফলাফল প্রকাশের অনুমতি চাওয়া হয়েছিল।

রীতি অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। ‌তাই প্রধানমন্ত্রী সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোন দিন ফল প্রকাশ হবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 

 

এসএসসি পরীক্ষা ২০২৩

পরীক্ষা এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান
পরীক্ষার সাল ২০২৩
পরীক্ষা শুরুর তারিখ ৩০ এপ্রিল ২০২৩
পরীক্ষা শেষ হওয়ার তারিখ ২৮ মে ২০২৩
ব্যবহারিক পরীক্ষা ২৪ মে থেকে ৩০ মে ২০২৩
বোর্ড সব শিক্ষা বোর্ড
সিলেবাস পূণর্বিন্যাসকৃত সিলেবাস (শর্ট সিলেবাস)
শিক্ষা বোর্ড : ঢাকা শিক্ষা বোর্ড
রাজশাহী শিক্ষা বোর্ড
কুমিল্লা শিক্ষা বোর্ড
চট্টগ্রাম শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড
বরিশাল শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড
দিনাজপুর শিক্ষা বোর্ড
ময়মনসিংহ শিক্ষা বোর্ড
ফলাফল প্রকাশের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd
এসএসসি পরীক্ষা ২০২৩

 

 

পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন

২০২৩ সালের এসএসসিও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন।

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এ ছাড়া মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

 

 

 

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

 

SSC Result 2023 by SMS
SSC <Space> First 3 letters of board <Space> Roll <Space> 2023 and Send it to 16222
Example: SSC DHA 123546 2021 and send it to 16222

For Dakhil Result 
Alim<Space> MAD <Space> Roll <Space> 2023 and Send it to 16222
Example: Alim MAD 123456 2023 and send it to 16222

For Technical Board Result 2023
HSC <Space> TEC <Space> Roll <Space> 2023 and Send it to 16222
Example: SSC TEC 123456 2023 and send it to 16222

 

 

এসএসসি রেজাল্ট ২০২২ জানার নিয়ম - ssc result 2023 - এসএসসি রেজাল্ট জানার নিয়ম ২০২২ - http://www.educationboardresults.gov.bd/
এসএসসি রেজাল্ট জানার নিয়ম – ssc result 2023

 

 

সব বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম [Video]

 

https://www.youtube.com/watch?v=O7OItN-Y0Y8
সব বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম – ssc result 2023 bangladesh [Video]

 

এসএসসি পরীক্ষার রেজাল্ট গ্রেডিং সিস্টেম

Marks Grade Point Letter Grade
0 to 32 0.00 F
33 to 39 1.00 D
40 to 49 2.00 C
50 to 59 3.00 B
60 to 69 3.50 A-
70 to 79 4.00 A
80 to 100 5.00 A+
এসএসসি গ্রেডিং সিস্টেম

 

 

 

All education boards list (Bangladesh)

শিক্ষা বোর্ডসমূহের নাম শিক্ষা বোর্ডসমূহের লিংক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড http://www.bteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড http://www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা http://dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম http://www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা http://www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী http://www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর http://www.jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল http://www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট http://sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর http://www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ https://www.mymensingheducationboard.gov.bd
SSC result 2023
5/5 - (3 votes)

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page