
২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৭ জুলাই।
১৭ জুলাই দুপুরে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSCবোর্ডের নামের প্রথম তিন অক্ষরROLL নম্বরপাশের সাল লিখে এসএমএস পাঠাতে হবে 16222 নম্বরে।
এসএমএস লেখার ফরমেট বা উদাহরণ: HSC DHA 123456 2019
মাদ্রাসা রেজাল্টের জন্য একই নিয়মে এসএমএস পাঠাতে হবে তবে এসএমএসে HSC-এর পরিবর্তে যথাক্রমে ALIM এবং কারিগরী বোর্ডের শিক্ষার্থীরা HSC-এর পরিবর্তে TEC লিখে এসএমএস পাঠাতে হবে।
ফলাফল পুনঃনিরীক্ষণ ও অন্যান্য তথ্য পাওয়া যাবে এই লিংকে :
http://www.teletalk.com.bd/newsDetails.jsp?newsId=44001
