চাকরির খবর

সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ [dss.gov.bd]

সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ আজ (৩১ অক্টোবর ২০২২) www.dss.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই লিখিত (mcq) পরীক্ষার রেজাল্ট অনুযায়ী পাশ করেছেন ৫১৭৮ জন। মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে প্রার্থীদের মোবাইলে sms ও সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

বুয়েটের কারিগরি সহায়তায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২১ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত সমাজকর্মী (ইউনিয়ন) পদের চাকরির জন্য আবেদন করেছিলেন ৬,৬২,২৭০ জন, তবে নিয়োগ পরীক্ষায় (লিখিত/MCQ) অংশ নিয়েছেন ২,৩৬,৬৪১ জন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ৪৬৩ জনকে চাকরি দেয়া হবে।

সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) নিয়োগের লিখিত (mcq) পরীক্ষা ২১ অক্টোবর ২০২২ সকাল ‌১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ৭০ নম্বরের প্রশ্ন করা হয়েছে। সময় বরাদ্দ ১ ঘণ্টা ৩০ মিনিট। সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা ২০২২

নিয়োগ কর্তৃপক্ষ :সমাজসেবা অধিদপ্তর (DSS)
পদের নাম : সমাজকর্মী (ইউনিয়ন), গ্রেড-১৬
পদের সংখ্যা :৪৬৩টি
চাকরির প্রার্থী সংখ্যা : ৬,৬২,২৭০ জন
(অংশ নিয়েছেন ২,৩৬,৬৪১ জন)
লিখিত পরীক্ষার তারিখ :২১ অক্টোবর ২০২২, শুক্রবার। সকাল ১০-১১.৩০টা
পরীক্ষার স্থান :৬৪টি জেলায় একযোগে
পরীক্ষা পদ্ধতি :MCQ (ওএমআর শিট সম্বলিত), মান ৭০
প্রবেশপত্র ডাউনলোড :http://admit.dss.gov.bd
রেজাল্ট প্রকাশ :৩১-১০-২০২২
ওয়েবসাইট : http://www.dss.gov.bd
dss union somaj kormi exam date 2022

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল নোটিশ ২০২২

img 20221031 205335
DSS exam result 2022

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ যেভাবে

  • সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী রেজাল্ট ২০২২ (pdf) পাওয়া যাবে http://www.dss.gov.bd ওয়েবসাইটে।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নোটিশ ২০২২

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২ - DSS union somaj kormi exam result 2022
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২২

আরো পড়ুন : সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

Rate this post

প্রাসঙ্গিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page